রাজপথে নেমে আসা ভারতীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংহতি

কলকাতায় নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যান্ড উইথ মৌমিতা’ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্যারিস রোডে মোমবাতি প্রজ্বলের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এসময় এক শিক্ষার্থীকে কাফনের কাপড় পড়ে মৌমিতা সেজে অভিনয় করতে দেখা যায়।

এসময় তাদের ‘জাস্টিস ফর মৌমিতা, উই ওয়ানন্ট জাস্টিস নো মোর র‍্যাপিস্ট’ বলে স্লোগান দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সাজিবের সঞ্চালনায় মৌমিতা’কে উৎসর্গ করে কবিতা আবৃত্তির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তারা বলেন, কর্মস্থলগুলোকে আমরা আমাদের দ্বিতীয় বাড়ি মনে করি। কিন্তু আজ আমরা সেখানেও অনিরাপদ। ভারতীয় এক হাসপাতাল একজন কর্মচারীকে ধর্ষণ করে হত্যা করার পর  তা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এমন নির্মমতা মেনে নেওয়া যায় না। তাই আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা যখন ১ দফার আন্দোলন করি তখন কলকাতার মানুষেরা আমাদের জন্য আন্দোলন করেছে। আমরা সবসময় বৈষম্য ও অ্যায়ের বিরুদ্ধে। পৃথিবীর যেখানেই বৈষম্য সেখানেই আমরা প্রতিবাদ করব।

শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আজ আমি বিবেকের তাড়নায় এখানে এসেছি। পার্শবর্তী দেশে হসপিটালে যখন এক নারী ডাক্তার ডিউটি করে বিশ্রাম নিতে যায়। তখনই তার উপর ঝাপিয়ে পড়ে এক দল হায়না। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাই।

এসময় আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী, মেহেদী সাজিব, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top